শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:২০ অপরাহ্ন

থার্ড ওয়েভ-জয়ব্রত বিশ্বাস

থার্ড ওয়েভ-জয়ব্রত বিশ্বাস

সব চাকাই যান্ত্রিক
তবে সব চাকাই মোটরাইজড নয়-
গড়াতে গড়াতে একসময় মোটরাইজড হ’য়ে গেছে চাকা
আর একটু একটু উদ্গীরণ করেছে বিষবাস্প
মেঘ জমতে জমতে আকাশ ঢেকেছে
বিশোধক সূর্য রক্তচক্ষু দিশাহীন

বেশ তো ছিলে খালে বিলে দোয়ারি পেতে জাল ফেলে
ভিলি টেনে আলু পটলের চাষ ক’রে
গোরু মোষের গাড়িতে ব’য়ে দু’পাতার ভাণ্ডার
পেন্ডুলামে স্বল্প বিক্ষেপ দীর্ঘ দোলনকাল

আবারও ধাক্কা দিলে পেন্ডুলামে
তীব্র ধাক্কায় বেড়ে গেল বিক্ষেপ কমে গেল দোলনকাল
অদ্ভুত শিহরণে দিবারাত্র মজে থাকল গা গতর মগজ
দাঁত ক্যালাতে ক্যালাতে মোটরাইজড চাকা
অমেয় গিয়ারে চলতে চলতে
সীমাহীন ক’রে দিল তোমার পণ্য তোমার বিলাস

বাকি ছিল থার্ড ওয়েভটা
সেটাও নেমে এল অমোঘ
যোগনিদ্রা ভেঙে চমকে যায় পাবন
নাভিকুণ্ডে উত্থিত মৃণালের কম্পন থেকে ওঠে থার্ড ওয়েভ-
অবিশ্বাস্য ধাক্কায় মুষড়ে পড়ে চাকা ধসে যায় চিমনি
কাজ হারিয়ে আবার তোমার ভিলি কাটা আর দোয়ারি পাতা।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge