রাতের বুকে তারার মেলা
নীল আকাশে চাঁদের খেলা।
চাঁদ-তারকা আলো ঢালে-
মাঠ ফসল নদ টিনের চালে-
লতা-পাতা গাছের ডালে।
আলোর নদী উপচে পড়ে
মাটির কোলে সোনা ঝরে।
গাঁ থমথম নিঝুম বাঁকে
জোনাক জ্বলে-ঝিঁঝি ডাকে
এসব দেখে; আলোক মেখে
জেগে জেগে কাটে বেলা,
রাতের বুকে তারার মেলা।
জোছনাভরা রাতের দুপুর
টইটম্বুর আলোর নূপুর।
হিরে-মতির পিদিম জ্বলে-
ইচ্ছেডানার কথা বলে-
দৃষ্টি জুড়ায় প্রতি পলে।
আলাদিনের চেরাগ পেয়ে
রূপ-লাবণ্য সিঁড়ি বেয়ে
হৃদয় খাতায় নিখুঁত ছবি
আঁকেন ক্ষুদে শিল্পী-কবি
হঠাৎ পড়ার; কাব্য-ছড়ার
বৃষ্টি নামে টাপুর-টুপুর,
জোছনাভরা রাতের দুপুর।
Leave a Reply