বুকফাটা হাসি
আর যত্নে ঠাসা আর্তনাদ
সেলাই করেছি মুখোশে
পাপ-পুণ্য, খড়কুটো সব
ভেসে যায় অদৃশ্য সময়ে
জিমনাস্টিক শিখতে গিয়ে
হৃদয়ের কপাট ভাঙলো
বেনো জল ,লালসার কল
কার্বন মনোক্সিডে ভরলো
অবহেলিত ফুসফুসে
মুখোশের লিস্ট মেলাতে বসে
দেখছি ঝাঁঝরা করেছে
ঘুণপোকা আবেগরা
ধোপার বাড়ি ধুতে দিয়েছি
-রক্তের লাল
এসিডে বিবর্ণ স্মৃতিপট
বিলুপ্ত মনুষ্যত্বের বিজ্ঞাপন
আজও হয়তো কারো নখে লেগে আছে
ভোর নয় এবার নির্লিপ্ত ঘুম খুঁজছি
Leave a Reply