আমার কবিতার প্রশ্বাসের কষ্ট হচ্ছে,
যদি পারো তো অক্সিজেন দিও!
জানি অক্সিজেনের আজ বড়ো আকাল।
আফ্রিকার জঙ্গলে হেলমেট পরে যেতে চাই…
আমার কবিতা লাশ হওয়ার আগে,
বুকের ধুকপুকানিটা একবার শুনে নিও!
হিংসা আর মৃত্যু ছাড়া বাকি সবকিছু চায়।
তুমি কবিতার সন্তান হয়ে ওঠো…
যদি এবারের মতো আমার কবিতা বেঁচে যায়,
তবে কথা দাও আর কখনো-
মানুষের শত্রু হবে না।
তোমার মৃত্যুর আগে মানুষের মিত্র হবে।
Leave a Reply