বসন্ত-বাতাসে যে নিজস্ব আবেগ তাকে গ্রহণ কর
পড়ে নাও অস্পষ্ট যা কিছু লেখা, যা কিছু সঞ্চিত
তোমার গোপন সিন্দুকে, আজ খুলে দ্যাখো
সন্তপ্ত স্মৃতিতে হয়তো বা বদলেছে রং
ভ্রমণপিপাসু জীবন তোমার কত কিছু দিলেও
কখন হারিয়েছে বনজ্যোৎস্নার আলো ও ছায়া,
রহস্যময় যাপনসুখের হলুদ বসন্ত-বিকেল
জেনে নাও এইবার কোন কোন নদীটির তীরে
অভিমানবশত কয়েকটি কবিতা লিখেছিলে…
না কি পাখিদের ওড়ার ফুড়ুৎ শুনতে শুনতে
আরও কয়েকটি শীত ও গ্রীষ্মের ব্যর্থ আয়োজন!
Leave a Reply