শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:২২ অপরাহ্ন

ঈদের খুশি-জিল্লুর রহমান পাটোয়ারী

ঈদের খুশি-জিল্লুর রহমান পাটোয়ারী

ঈদের খুশির ধুম লেগেছে,
খোকা খুকির মনে –
কি আনন্দ ওদের মনে,
আনন্দের এই ক্ষণে ।
নতুন জামা নতুন টুপি,
ঝলমলিয়ে গায়-
ঈদের মাঠে যাচ্ছে ওরা,
নতুন জুতো পায়।
খুশি খুশি মনটা ওদের,
আতর গোলাপের ঘ্রাণ –
বইছে বাতাস সুগন্ধি ময়,
বইছে খুশির বান।
ঈদের খুশি সবার মনে,
জাগুক ঈদের গানে –
এই কামনাই করে ওরা,
ভাসুক ঈদের টানে।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge