তোমাকে সেই কবে দেখেছিলেম,
খোঁপা করা চুলে। লাল রঙা ড্রেসে।
সেই চিরচেনা অশ্বত্থ গাছের নিচে তুমি দাঁড়িয়ে
আমি স্বভাবত হেঁটে যাচ্ছিলেম,
সেই শেষ দেখা।
আমি নিয়ম করেই আসতাম-
কখনো সাইকেল চড়ে কিংবা কখনো পায়ে হেঁটে
তবে তোমার দেখা আর মিলে নি!
এভাবেই কেটে যায় দিনের পর দিন,বছরের পর বছর।
অতঃপর আজ- বছর তিনেক পরে দেখা
ভিন্ন কোনো বেশে,ভিন্ন কোনো জায়গায়।
এ ছিল এক নির্বাক দেখা,
শুধু চোখাচোখি – না হলো কোনো কথা।
Leave a Reply