রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন

সময়ের বচন-অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু

সময়ের বচন-অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু

১. ফুল গুলো কেন আজ
সুবাস ছড়ায় না
মৌমাছি ফুল থেকে
মধু আর পায় না।

২. শোলকা ছিল প্যালকা ছিল-
ছিল সিদোল ভর্তা
ঐতিহ্য আজ হারিয়ে গেল
এলো ফাষ্ট ফুড আর পাস্তা।

৩. শিলাপট্টায় মশলা বাটা
খড়ির চুলায় রান্না –
গ্যাসের চুলায় গুড়া মশলায়
স্বাদ হীনতার কান্না।

৪. হ্যারিকেনের আলো ছিল
ছিল কুপি বাতি-
মাটির ঘরে মাদুর পেতে
পড়তাম সদা সত্য কথা বলি।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge