১. ফুল গুলো কেন আজ
সুবাস ছড়ায় না
মৌমাছি ফুল থেকে
মধু আর পায় না।
২. শোলকা ছিল প্যালকা ছিল-
ছিল সিদোল ভর্তা
ঐতিহ্য আজ হারিয়ে গেল
এলো ফাষ্ট ফুড আর পাস্তা।
৩. শিলাপট্টায় মশলা বাটা
খড়ির চুলায় রান্না –
গ্যাসের চুলায় গুড়া মশলায়
স্বাদ হীনতার কান্না।
৪. হ্যারিকেনের আলো ছিল
ছিল কুপি বাতি-
মাটির ঘরে মাদুর পেতে
পড়তাম সদা সত্য কথা বলি।
Leave a Reply