মৃত সময়ের বাকল ছুঁয়ে ছুঁয়ে নি:শব্দে এগুমোট শহরে তুমি এলে প্রত্যাশা হীন।
আমিও দেখো তেমন করেই খুঁড়ে চলেছি প্রত্নতাত্বিক সৌধ।
দেখা হওয়া মাত্রই আমাদের একসাথে চিৎকার করে ওঠা উচিৎ ছিল,
চোখে চোখ রেখে কেঁদে ফেলা উচিৎ ছিল,
অথচ তোমার চোখ কেবল গাণিতিক সমাহারেই পুঁতে।
Leave a Reply