প্রতিটি মুহুর্ত কাটুক তোমারই জল্পনায়
ইচ্ছে অনিচ্ছের অনিবার্য বারণ
অনিশ্চিত সময়েও কে়ঁপে উঠুক
তোমারই সোহাগী সংরাগে
উন্মোচনের আবেগী ছাঁটে ছিঁড়ে যাক
সন্মোহিত মস্তিষ্কের প্রতিটি শিরা উপশিরা
এসো কথা বলি
অনর্গল বলে চলি কথা
ছুঁড়ে ফেলি মধুচন্দ্রিমার
সমস্ত ফুল আর বিছানা
এসো ছুঁয়ে দিই বন্ধুর শরীর
আমার কলমে কবিতা হয়ে উঠুক
আমাদের জন্মান্তরের রমণ প্রলাপ, সংলাপ, বিলাপ…
Leave a Reply