গুছিয়ে নাও।
দ্রুত ফুরিয়ে যাচ্ছে দৃশ্য।
মুহূর্তই সত্য।
গুছিয়ে নাও।
যেকোন চূড়ান্তের কাছে পৌঁছে দিতে হবে।
কাজটা সহজ নয়।
দেখছ না, আগামী শরতে কাশেরা আসবেনা।
ওখানে এখন স্টাফ কোয়ার্টারস
বছর দু’য়েক থেকেই শেয়ালের গর্তগুলো নেই।
দূর থেকে হুক্কাহুয়া প্রহর তৈরি করে।
ঘাসের কলোনিতে এখনও কিছু জলকাদার গল্প।
পাকগন্ধে মরা মাছেদের সংসারকথা।
থাকবে না ।
গুছিয়ে নাও।
জুড়ে দেওয়া তো প্রক্রিয়া মাত্র।
খোঁজো।
খোঁজই পূর্ণের জানালা।
একবার যদি একবার…
কাজটা সহজ নয়।
ফুরিয়ে যাও।
ফুরিয়ে যাও।
Leave a Reply