কত কত বৃষ্টি আমাকে ভেজাতে পারে না
আমি জানি। আর কতটা বৃষ্টিহীন চেনা
বিকেল আমি ভিজতে থাকি জীবন ধারায় ।
না বলা কথারা বৃষ্টি হলে,আমি ভিজি ।
সম্পর্কের টানাপোড়েন আর ভাবায় না
নিজের মধ্যে নিজেকে খুঁজে নিয়েছি
নিজেকে পাওয়াই শ্রেষ্ঠ পাওয়া । এটা
আমার প্রেমিকা বলে গেল সেদিন।
আমি প্রতিটা বৃষ্টির ফোঁটায় একবার করে
ভিজতে চাই ,প্রতিদিন ভিজতে চাই ।
চোখ ভেজে ,মন ভেজে আর হৃদয়ও।
আর তোমাকে খুঁজি না এখন বৃষ্টি যাপনে ।
সব সম্পর্কগুলো এলোমেলো হয়ে গেছে
লাগাতার বারিধারা আমাকে সরিয়েছে
এখন আমি ইচ্ছে হলেই ভিজতে পারি
আমি এখন আমার সাথেই প্রেম যাপনে ।
মন আছড়ে পড়ে অচেনা ঢেউয়ে আর
ইচ্ছে হলেই আমি মুক্ত আকাশে,আমার সঙ্গে।
Leave a Reply