বুধবার, ০৭ Jun ২০২৩, ১০:৫২ অপরাহ্ন

নোনাজল ও ঈশ্বর-আদ্যনাথ ঘোষ

নোনাজল ও ঈশ্বর-আদ্যনাথ ঘোষ

পৃথিবীর ঘ্রাণ নিভে গেছে-সবুজ হাওয়ারা
কানে কানে ফিসফিস করে কী যেন বলে যেতে চায়?
নেই কোনো ফুল পাতা শস্য মাঠ
সূর্যের রংগুলোও মাঠের আলপথ ছুঁয়ে ঘুমিয়ে যায়-
বিকেলের আলসেমি ধুলোর কোলে।

তবু তার ফোটার আকাশ পলাশের বন ছুঁয়ে যায়।
নির্জনে ফুল ফোটে-
গান গায়, সাঁতরায়, ঢেউ তোলে
আলোর আল্পনা আঁকে।
আমার শিরায় শিরায় জন্ম নেয় উষ্ণতার আগুন দুপুর।

তাই জলের রোদ্দুর কাঁদে জলের পাড়ায়-
বসন্ত হয়ে যায় মাঠ নদী খোলা প্রান্তর
নোনাজলের ঘোরে শুয়ে থাকে নিশিকালো রাত ।

আর আমি নতুনের স্বপ্ন বুনে
ভাঙনের সুর তুলে
চাঁদের এক কোণা হাতে নিয়ে
ঝিঁঝিরাতে ঘোরের ভেতরÑ
নিঃশব্দে পড়ে থাকি ঈশ^রের ছাদনা তলায়।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge