রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন

নির্ভেজাল সময়-দীপশিখা চক্রবর্তী

নির্ভেজাল সময়-দীপশিখা চক্রবর্তী

একটা ঘটনাবিহীন দিনের পেছনে ছুটে চলেছি,
নির্ভেজাল রোদ-জানালায় এলিয়ে দিতে চেয়েছি মুহূর্তের হই-হট্টগোল;

শব্দহীন কিছু শব্দ ছড়িয়ে থাক,
একটু ছায়ার লুকোচুরি, একটু অন্ধকার,
একটা আড়াল ঢেকে দিয়ে যাক শুধু;
আধবোজা চোখে সব সত্যি হয়ে উঠলে আরও উদ্দেশ্যবিহীন যাপনে অভ্যস্ত হয়ে উঠি,

জানি না, কতটা অর্থহীনতার দাগ লাগে এসবে!
চুপচাপ বসে উন্মাদনার চিহ্ন আঁকি একমনে,

কয়েক পেগ মদ গলা দিয়ে নামলেই হয়তো এমন যাপন সম্ভব হয়ে ওঠে মাঝরাতে।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge