অক্ষর ছড়ানো পথে হেঁটে যাই
ভোর পায়ে ঘুরে ঘুরে রামপ্রসাদী শিউলির স্বাদ
এতো ভোর ছড়ায় শ্রীখোল,করতাল,
অগুরু চন্দন আলো… বৈষ্ণব প্রভাত !
পথে পথ হেঁটে যায় নির্গ্রন্থ জৈন মহাবীর
আমার কণ্ঠপথে এঁকেবেঁকে লালন,কবীর
সিন্ধু, গঙ্গায় ফেরে আলো পরাম্পরা
নগরে নগরে আমি শুদ্ধপ্রেম বুদ্ধস্বর
এ আমার অনন্ত পরিক্রমা
যত হাঁটি… আলো ফোটে নিরক্ষর ঠোঁটে
খুলে পড়ে অন্ধকার আভরণ বসন ভূষণ
অভুক্ত তনু মনে
এতো প্রেম এতো আলো দিব্য আবরণ…!
জাগোরে নগরবাসী “আর তো নিশি নাই”
অঙ্গে অঙ্গে শ্যামল মাটি, অন্তরে নিরন্তর রাখি
স্বভূমির প্রেম আমার নির্গ্রন্থ রাই!
Leave a Reply