ভিতরের চাপা কষ্টটা আর ততটা টের পাই না।
হয়তো কুঁড়েমির কারণেই, কী দরকার অত ভেবে?
জীবনে সব কিছু বুঝে ফেলাটা বোধহয় সুখকর নয়,
অস্বস্তির কারণও বটে। কিছু জিনিস কুয়াশার চাদরে
মুড়ে থাকারও দরকার আছে। কেউ জানতেও পারবে না!
স্বপ্ন আমরা সবাই দেখি, সমুদ্র-বিশাল।
অথচ তার আছড়ানো ঢেউয়ের হিসেব করি না।
আবেগ কখনো হিসেবের সাতপাঁচ বোঝে না।
সাহসী না হলে নাকি শুনেছি প্রেমিক হওয়া যায় না।
অযথা প্রশ্নবাণে নিজেকে হুল ফোটানোর আলসেমীটা
তাই আজ নীরবে ঘুমোতে বলে। ভেবে কী লাভ?
বুকের ভেতরের সবুজ ঘাস চাপ পড়ে যায় সহসা।
অথচ, বারবার শুকনো ধূসর মরুতে জলের সঞ্চার!
শুকনো ডালে হয়তো আসবে নতূন কুঁড়ি,
সে আশায় এতোদিন বসে থাকা।
যুগ পাল্টালেও গল্পটা সেই একই থেকে যায়!
সেই রাজা, সেই রাণী, সেই মন্ত্রী আর সেই বোকাদের দল!
কী মনে পড়ল গল্পটা?
Leave a Reply