শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৪:২০ অপরাহ্ন

দু’টি কবিতা-সুদীপ্ত মাজি

দু’টি কবিতা-সুদীপ্ত মাজি

অসমাপ্ত গানের খাতা : ১

কথাপ্রকাশের মধ্যে গান এলো খুব চুপিসাড়ে

এখনও হাওয়ার কানে শিস্ দেয় কারা?

বলতে পারিনি কিছু,
অবরোধ জারি,

টপকাতে পারিনি আজও
অতন্দ্রিত সমাজ-পাহারা!

অসমাপ্ত গানের খাতা :২

আধখানা সুর আজও আলাপের ছলে
ভরে রেখে

মাঝেমধ্যে জেগে ওঠো শীতঘুমে মজে যাওয়া
মনের পাড়ায় !

আজও কি তেমন করে ঝড় হয়? বৃষ্টি হয়?
বজ্রবিদ্যুতের আলো জাগে?

গানের সুরভি গলে এখনও আলোর মতো
কোনও কোনও দিন

কি হয়? কী হয়!

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge