অনন্তকাল অপেক্ষায় রইলাম—
রাজপথ ভেসে যায়, না পাবার শোকের মিছিলে
পাখির ঠোঁট সবসময় আশ্রয় খোঁজে না
মৃত্যুকে কখনো-সখনো আলিঙ্গন করে জীবন!!
তুমি জানো না—
অর্কশূন্য ঋতুপর্ণা কতোটা ফ্যাঁকাশে
পাহাড়ের তলদেশ, শিলিগুড়ির জনপথ এখন হাঁপিয়ে ওঠেছে
যান্ত্রিক সভ্যতায় সব চাপা, সব পানসে!!
বারবার ভুল করে ভুল বোঝা—
তোমার শহরে জলসার আসরে হৃদয় ভাঙা হয়
ঠিক যেন পুরোনো বাড়ি গুড়িয়ে দিয়ে—
বহুতল বিশিষ্ট আয়েসপূর্ণ আবাসিক !!
প্রিয়জনেরা যখন ছবি হয়, তখন তারাও অতীত হয় বৈকি
কিন্তু হে কিংবদন্তী, সব ভালোবাসায় একটা অতীত থাকে
বীজ রোপণ না করলে ফসলের ডগায় রোদের ঢেউ খেলবে কী করে—
যাকে অ-স্বীকার বা অ-স্বীকৃতির অধিকার তোমার নেই!!
Leave a Reply