পালাতে চেয়েছি বারবার, তবু এড়াতে পারিনি
তোমার ঐ প্রগলভ দুঠোঁট, ইতিহাস ভেঙেচূরে
তীব্রতম ডুবে গেছে রক্তের আদিম সভ্যতায়
যেরকম শিলালিপি ক্রমাগত ঢেকে যায় সমুদ্রপলিতে
ডাইনীর ঋতুগন্ধে আমি ঢেকে গেছি ততদূর,
সিন্ধুসভ্যতার থেকে আরও কোনো গূঢ় ফেরোমন
সেরিব্রামে লিখে গেছে আকর্ষের নষ্ট পাণ্ডুলিপি
ফেরাতে চেয়েছি বারবার, তবু ঐ চোখের প্রবল
নিঃশব্দ ছোবলে ঢেলেছে সঙ্গমরঙিন গাঢ় বিষ
আমার কবিতাপোড়া ছাই নির্বিকার উড়িয়েছে ঝড়ে
সমস্ত প্রচ্ছদ খুলে মোচন করেছে এই বজ্র বিদ্যুৎ
আমি সেই প্রত্নমুহুর্তের দিকে ছুটে গেছি, জ্বলে গেছি
নিজস্ব চিতায়, ডাইনী তোমার জন্য একা, বারবার…
Leave a Reply