একটা উৎসব ভাবছি
লাল, নীল, কমলা ও সবুজ উৎসব
আকাশে আকাশে রঙ
শহরের স্কাইলাইনের বিজ্ঞাপন ভেঙেচুরে
রঙ শুধু রঙ
মারীকাল পার হয়ে একঝাঁক মুখ
ক্লিপে এঁটে রাখা সব কষ্ট যন্ত্রণা
কাজ খোওয়ানো বিবাহিত যুবকের মুখ
মাস্কের থেকে তুলে নেওয়া সবুজ
মুখোশের থেকে ব্যথারঙ
খিদেরঙা দিনগুলো টপকে টপকে
আরেকটি দিনের তীরে
বসন্ত জোয়ার ভরা কামোদ বাতাস
একটা উৎসব জুড়ে হৃদয়ের রঙ
ঘোর কালো মহামারীরঙের ফ্রেমে
টইটম্বুর করে খুশিরঙ, জলরঙ, আর ব্যথারঙ
Leave a Reply