ব্যাধিযুক্ত দেহের আড়ালে মধুচক্র চক্রাকারে ঘুরে যায়,
দূরে যায় সমস্ত সময় সম্পর্ক; মাঝখানে ধোঁয়া ওঠা ভাত ছেড়ে চরম অনশন-
সংক্ষিপ্ত ক্ষিধে মৃতের আবরণে জোরালো
আবেদন করে মুখ থুবড়ে পড়ে; তবু চৈতন্য কোথায়
হারালো-
খুঁজে নিতে ফেরে পথ; পথের অন্তরালে খোঁচা খোঁচা
কাঁটা দেখো বিঁধে আছে রক্তের রক্তিম ঘোরে-
মুছে যায় শুধু সমস্ত সময় সম্পর্ক…
Leave a Reply