পৃথিবীর বালিয়াড়িতে নেমে আসা শঙ্কার দামামা
ক্রমশঃ ঢেকে নিতে চায় সমস্ত আলো
নক্ষত্রমন্ডলের থেকে যেন আসে ধেয়ে অভিশাপ
স্নিগ্ধ নদীজল থেমে থেমে যায়
স্রোতহীন স্থবিরতায়
নিয়তির কাঁটা গাছে পূর্ণ এ এক পাথর সময় ।
অসহায় মানুষ তবু আশায় বাঁধে বুক
চোখে স্বপ্ন বিচ্ছুরিত আলো যেন দিশা দেয়
পশ্চিম আকাশে আধখানা চাঁদ ওঠে
গাছের পাতায় সবুজ শোভার আশ্বাস পেয়ে
পুকুর জলে খেলা করে জলপিপি
বাতাসে কী এক মধুর সুবাস।
আতংকের দিন আসে ফুরিয়ে
ছেলেমেয়েরা রঙিন জামায় মন রাঙায়
বাঁকা চাঁদ ঈদ নিয়ে আসে ধরণীতে
তরুণ তরুণী স্বপ্ন দেখে আবার
আসবে আলো ভয় হারাবার ।
Leave a Reply