নতুন জামায় হাসবে খোকা
সাঁজবে তোমার গিন্নিও
আয়েশ করে পায়েশ খাবে
কোর্মা পোলাও ফিন্নিও।
রিনিকঝিনিক খুশির পায়েল
উঠবে বেজে ছন্দেও
রাখছো খবর কাটবে কাদের
দিনটা ইদের মন্দেও?
দুঃখী যারা তাদের চোখে
খুশির জোয়ার আসতে দাও
মলিন মুখে ফুলেল হাসি
প্রানটা ভরে হাসতে দাও।
ভেদাভেদের দেয়াল ভেঙ্গে
প্রীতির ছবি আঁকতে হবে
তা না হলে নামটা ইদের
অন্য কিছ রাখতে হবে!!
Leave a Reply