জীবনের উঠোনটা মেলোড্রামায় সাজানো খাতা
ইকুয়েশন সলভ করতে করতে বুঝলাম-
দেখে মনে হয় ভারি সোজা,
ওই তো স্টেপ বাই স্টেপ করলেই হবে
কিন্তু…
কিছুদূর গিয়ে সব গুলিয়ে যায়,
মেলানো যে ভারি কঠিন।
শূন্য থেকে শুরু করলেও শেষটা শূন্য তেই গিয়ে আটকে যায়
বিনা কম্পাসে আঁকা বৃত্তের গন্ডি বেঁকে ত্রিকোণ হয়ে যায়,
এ বাহু ও বাহু মিলিয়ে সব ওলটপালট হয়ে পড়ে।
ফর্মূলাতে ফেলেও জীবনের অঙ্ক গুলো মেলা আর না মেলার টানাপোড়েনে উদাহরণ হয়ে ওঠে।
বাস্তবিক জীবনটা সিনেমার থেকেও বেশি মেলোড্রামাটিক হয়ে উঠেছে।
ভাবনাগুলোকে এক্সিকিউট করার মধ্যেও এক সুন্দর টান থাকে,
কোয়াড্রেটিক ইকুয়েশনের যুক্তিতে তলিয়ে গিয়ে
অযৌক্তিক শব্দগুলো কে ধরার চেষ্টাই করিনি কখনো।
অনুভূতিগুলো যখন নিজ নামক গন্ডিতে মুষ্টিমেয় হয়,
তখন নিজের থেকে তুমি শব্দ মাইনাস হয়ে যায়।
তাই প্রবলেম আর সলিউশনের মাঝে একটা সেফ ডিস্টেন্স থেকেই যায়!
বেঁচে থাকে লাল কালির দাগগুলো…
Leave a Reply