আমাদের সত্যি কোন দুঃখ নেই
যা আছে তা হল দুঃখ দুঃখ বোধ
ভাঙা কাঁচের গুলির ধারালো কিনারার মতো
একটা অহং সেই বোধে সমিধ জোগায়
স্ত্রীর পাকা কলার মতো লাবণ্য
সন্তানের কীর্তি, নিজের খ্যাতি…
যা নিয়ে আর পাঁচ জনে গর্ব করে খুব
সেগুলো আমাকে ভাবায় না তেমন ভাবে
আমি গর্বিত
আমার বুকে একটা পাখির বাসা আছে বলে
সে রোজ বাইরে বেরোয়
সীমান্তের ওপার থেকে কুড়িয়ে আনে খড়কুটো
ওর ফিরে আসা ডানায় ভর করে উড়ে আসে
কোন জন্মে ফেলে আসা
দু’এক টুকরো দেহাতি খবর
আমার মন বিনা পারিশ্রমিকে পাহারা দেয়
রঙিন মাছের ডিম
যে সব মাছের কাছে দাসখত লিখে দিয়ে
বাহারি রঙের কারসাজি শেখে রামধনু
তাই ইনিয়ে বিনিয়ে তোমাকে বলার মতো
আমার তেমন কোন দুঃখ নেই
শুধু বুক পকেটে কিছুটা অন্ধকার আছে
পাশে ব’সো,
তার মধ্যে তোমাকে ঈদের চাঁদ দেখাবো
Leave a Reply