মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন

আমি দুরন্ত এক ছেলে-শামীম খান যুবরাজ

আমি দুরন্ত এক ছেলে-শামীম খান যুবরাজ

আমি দুরন্ত এক ছেলে
আমি ছুটতে থাকি বনবাদাড়ে
সবুজ টিলায় মন নাড়া দেয়
সেখান থেকে লাফিয়ে নামিÑ
শূন্যে দুহাত মেলে।
আমি দুরন্ত এক ছেলে।

আমি ছুটতে থাকি
উড়তে থাকিÑ
ঐ না মেঘের ডানায়,
চুপটি করে ঝিমিয়ে থাকা
আমায় কি আর মানায়?

আমি দুরন্ত খুব-ছুটন্ত এক ঘোড়া
রাজ্যের সব কৌতুহলই
আমার দুচোখ জোড়া।
আমি সুখ ছড়িয়ে কুড়াই যে সুখ
নিত্য হাওয়ার মে’লে।
আমি দুরন্ত এক ছেলে।

আমি কালবোশেখির সঙ্গে ছুটি
পায় না নাগাল আমার জুটি
ঘূর্ণি হাওয়ায় ডিগবাজি দেই
ঝড়টাকে দেই ঠেলে,
আমি দুরন্ত এক ছেলে।

আমি উড়ন্ত এক পঙ্খিরাজের ঘোড়া
ছুটিÑ ভেঙে সব আড়মোড়া
আমি শূন্য থেকে লাফিয়ে নামি
মেঘের সারি ছুঁয়ে,
আমায় দেখে পাখসাটে ওই
ঈগল ও চিল দুয়ে।
তাদের সঙ্গে পাল্লা দিয়ে
উড়ছি ডানা মেলে,
আমি দুরন্ত এক ছেলে।

আমি বর্ষা ভেজা হাঁসের মতো
কাটছি সাঁতার জলে,
ঝুম বারিতে ভিজতে থাকি
দারুণ কোলাহলে।

কলার ভেলায় পাল উড়িয়ে
ঢেউয়ের তালে ভাসি,
পানকৌড়ির সঙ্গে আমার
ভালোবাসাবাসি।
সন্ধ্যাবেলা ফিরলে বাড়ি
মা’র বকুনি মেলে
আমি দুরন্ত এক ছেলে।

আমি কাশের বনে ঘাসের ওপরÑ
শুয়ে আকাশ দেখি,
সাদা মেঘের সারি থেকে
ডাকছে আমায় একী!
আমি ভাবছি এবার পাল্লা দেবো
শরৎমেঘের খেলে,
আমি দুরন্ত এক ছেলে।

আমি ধানকুড়ানি ছোট্ট মেয়ের
সঙ্গে বেড়াই ক্ষেতে,
শালিকওড়া বিকেলটাতে
থাকি খেলায় মেতে।
খুব সকালে পিঠার সুবাস
অমনি ছোঁ দেই থালে,
দুহাত ভরা পিঠা নিয়ে
পালাই যে এক ফালে।
খুব খেয়ে নেই দাদির হাতের
তৈরি পিঠা পেলে,
আমি দুরন্ত এক ছেলে।

আমি শিশিরভেজা ধনেপাতার
গন্ধ গায়ে মাখি,
ঠিক তখনই সঙ্গী যে হয়
ছোট্ট দোয়েল পাখি।
শীতের ভোরে ছুটতে থাকি
ছুটিÑ উদোম গায়ে
কুয়াশারা আদর মাখে
আমার চপল পায়ে।
আমি খেজুরগাছের রস খেয়ে যাই
মিষ্টি ঢেকুর ফেলেÑ
আমি দুরন্ত এক ছেলে।

আমি ফুলের গন্ধে মাতাল হয়ে
পাতাল থেকে উঠি,
আমি ঋতুরাজের রাজ্যে রাজার
চাতাল দেখে ছুটি।
তার চাতালের ফুলগুলো খুব
আমায় বাসে ভালো,
কোকিলডাকা ভোরে ওরা
ছড়ায় রূপের আলো।
আমার চলার পথে ঠিকই
সুগন্ধ দেয় ঢেলে,
আমি দুরন্ত এক ছেলে।

আমি দুরন্ত এক ছেলে
আমার সকল মনের খায়েশ
বাংলাদেশে মেলেÑ
আমি বাংলামায়ের ছেলে।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge