কখনও মনে হয়
তোমার হাত ধরে অনেকটা পথ হাঁটি।
সে পথের বুকে রেখে দিই সে চলার ছাপ।
সহস্র বীথির পরিক্রমায় অক্লান্ত হতে পারি।
ভীষণ মনে হয় কোনও এক নির্জনে
তোমার কোলে মাথা রেখে অনেকটা সময়।
অনেক বার্তালাপ সময়টুকু জুড়ে,
এক লহমায় ভুলে যেতে পারি এক পৃথিবী যন্ত্রণা।
কখনও মনে হয়
তোমার চোখে তাকিয়ে অনেকটা অপলক ;
চোখের কথাগুলো পড়ে ফেলি এক নিমেষে।
তোমার খেয়ালে আঁকা নিষ্পলক ছবি হতে পারি।
আদিখ্যেতাই বটে..
থাক্,না হয় বরং আরেক জন্ম অপেক্ষা করি।
Leave a Reply