সাজি ভর্তি এত যে অঝোর
তুলে নিই এক চিমটে দায়
তুমি তাকে অশ্রুকণা ভাবো
তুমি ভাবো বীতরাগ হৃদপিন্ড খুবলে দেখাও।
দেহমাটি মাটিদেহ অলেপ্য
যে যার মত করে চায়। কতটা যে
বিঁধেছে হুল
হাত ঠিক যায় গর্ভমূল
দায় থেকে ধ্বনি থেকে চিহ্ন থেকে
অবাধ্য ভাঙচুর
কিছুই নড়ছে না হে
গলায় বসিয়ে দেবে ক্ষুর!
Leave a Reply