অবসাদের হাড়মাংসেও ঘুণ। পোকার চক্রাকার দ্রবণে দ্রবিত হয় আলোর বলয়। তবু মৌলবাদী অবরোধে করুণ হয়ে ওঠে পটপরিবর্তনের সমস্ত শব্দ কথা । এবং গোপন ফলকে জন্ম নেয় সৈনিকের পরাজয় বিবৃতি।
অথচ যুদ্ধের নিয়ম নিয়ে রচিত হয় দুঃসময় প্রতিরোধের খসড়া প্রস্তাব। বড় হরফের পেটেন্ট মেনে চলে যেতে হয় স্বপ্ন -বন্দরে। তারপর তন্দ্রাহত পর্যটক মনে উপকথার রোগ ছড়ায় অপরিচিত বিষাক্ত ভাইরাস।
এদিকে পরীক্ষাগারে স্বচ্ছন্দে বিচার্য হয় না বুকের অসুখ। গাছপাতার চিত্রকল্পে যুক্ত হয় ব্যাক্তিগত শ্মশান কাহিনি। তখন কল্পনায়ও কাছে আসে না নদীর তরঙ্গ বিধান। যারফলে শুধুমাত্র বেঁচে থাকার বিশ্বাস নিয়ে বেঁচে থাকে অনেক অনেক নদীর গতিপথ।
Leave a Reply