খরচের খাতায় নাম লিখিয়ে
একটু একটু খরচ করে জীবন
একদিন প্রাচীন হয়ে ঝরে যাবো
প্রাচীনতর এই পৃথিবীর বুক থেকে।
চুঁইয়ে পড়া সময়ের হিসেবের কাছে
কিছুটা প্রণয় ধার করে নিয়ে
রেখে যাবো হলুদ স্মৃতির সুতো
প্রিয় কিছু মানুষের নকশীর পাড়ে।
তারপর…
কোনও এক ধূসর বিকেলে
ধুলোর পাহাড়ে চাপা পড়ে যাবে
বাধানো ফ্রেমের সেই প্রাচীন ছবিটাও
ঘুণপোকা খেয়ে যাবে ছবির কাঠামো
কাটবে স্মৃতির সেই হলুদ সুতোটাও।
Leave a Reply