মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

রঙিলা কানাই-লালন নূর

রঙিলা কানাই-লালন নূর

তুমিও তো নিমগাছে ফুটে থাকা ফুল,
তুমিও তো লালরঙ ডালিমের দানা;
ডানার স্বভাব নিয়ে কাকেদের ঘরে
ঠিক ঠিক বেড়ে ওঠা কোকিলের ছানা।
কোকিলের কুহু কুহু সুমধুর বাণী –
তুমিও তো ফুলেদের অনুসন্ধানী
চোখে দেখো পৃথিবীর পুরাতন শোক;
তুমিও তো গণিতের যোগ ও বিয়োগ!
আনারস হয়ে ফোটা টানা টানা চোখ,
পাশাপাশি অতি চেনা-পরিচিত লোক।
বাঁশি শুনে ফুটে ওঠা রাধিকার ফুল –
দেহ-নদী ছুটে ছুটে মথুরা-গোকুল।
যমুনার ঘাটে দেখে বিনোদিনী রাই
তুমি আমি মিলে মিশে রঙিলা কানাই।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge