বৃদ্ধাশ্রমের বারান্দায় একটুকু আশ্রয় চাই
যেন অভিশপ্তের দীর্ঘশ্বাস পোড়া গন্ধ পাই।
সুখ-স্বাচ্ছন্দ্যে যাদের বিন্দু অধিকার নাই
তাদের বুকের মাঝে যেন হয় আমার ঠাঁই।
ভেবে দেখো হে মানব অসহায়ত্বের যন্ত্রণা
খুঁজে নাও কারণ, পাবে যত্তসব কুমন্ত্রণা।
স্বজনের কান্নায় আর কর্তব্যে অবহেলায়
তুমিও যেতে পারো জীবনে পরন্ত বেলায়।
জানালার গ্রীলটা ভিজে যায় চোখের জলে
বুঝে নাও তুমি, এভাবে কাঁদে কত কষ্ট হলে?
কষ্টগুলো ভাগ করে নেই সুখ প্রদীপ জ্বেলে
হাসবেই তাঁরা একটু প্রশান্তির বাতাস পেলে।
এসো তবে সবাই মিলে করি এবার এক পণ
মুরুব্বীদের সেবা করে ভরে দেই তাদের মন।
Leave a Reply