উনুনে আগুন না জ্বললেও
আমাদের পেটের আগুন জ্বলতে থাকে দাউদাউ।
চাল-ডাল যেটুকু ছিল গতরাতে সেদ্ধ করেছে মা
এভাবে কি আর সংসার চলে?
এই দুর্দিনে হাসি উবে গেছে আমাদের।
ঘরে বসে বসে শুধু ভাবি
এই যুদ্ধ শেষ হলে গড়ে তুলবো এক নতুন পৃথিবী
তখন কোনো মায়ের-লাল আমাকে রুখতে পারবে না।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলে
আঁচলের নিচে একটা বাটি লুকিয়ে
প্রতিবেশীদের বাড়ি যায় মা, দু-মুঠো পৃথিবীর খোঁজে।
Leave a Reply