১. গোল্ড ডিগার
কুমিল্লার মেয়েটিকে পাওয়া গেলো গুলশানে
দরজাবন্ধ ফ্ল্যাট, গেটে পুলিশের গাড়ি
মেয়েটির বোন দরজার সামনে বিলাপ করছে
সাংবাদিকের উৎসুক দৃষ্টি বন্ধ কাচের জানলায়….
মেয়েটিকে শোবার ঘরে ঝুলন্ত পাওয়া গেলো
তার চরিত্রের ময়নাতদন্ত হলো
মুনিয়া থেকে সে হলো বেশ্যা
সে গোল্ড ডিগার, সে পাপী
কিন্তু গুলশানের লাখ টাকার ফ্ল্যাটের চাবি
কে তার হাতে তুলে দিলো
সেই প্রশ্নটি কেউ তুললো না!
২. এইটুকু চাওয়া
এই যে আমি এতোগুলো রাত জেগে জেগে রইলাম
এই যে আমি নানান বাহানায় একাকী থাকলাম
সেই তো তুমি এলে; তোমাকে আসতেই হলো
জিজ্ঞেস করতেই হলো- কী রকম আছি
অসুখ-বিসুখ করেছে কিনা
তারপর আরো নানান খবরাখবর নিয়ে
সেই তো বলে দিলে- ‘মিস করেছি’
এই যে এতোদিন ধরে অপেক্ষা করে রইলাম
আমার এটুকুই তো পাওয়া
এইবার যাও, আমি আরেকবার একাকী হই
আবার কোনদিন তুমি আসো
যদি না পাও এসে!
Leave a Reply