মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন

ঘুম-শাহীন চৌধুরী ডলি

ঘুম-শাহীন চৌধুরী ডলি

বেশ কিছুদিন হলো মিলার কোন পাত্তা নেই। কাজিন ইমির সবচেয়ে কাছের বন্ধু মিলা। সমবয়সী দু’জন হরিহর আত্মা। ইমির বিয়ে হয়ে গেলেও, মিলা এখনো বিয়ে করেনি। মিলা একটা প্রাইভেট ফার্মে ভালো বেতনে চাকরি করে। একাই একটি ফ্ল্যাটে স্বাধীনভাবে থাকে।
মোবাইলে রিং হতেই অপরপ্রান্ত থেকে ইমি বলে উঠে, কিরে তোর কোন পাত্তাই পাচ্ছি না। আজই তবে ফিরলি?
হুম, এই তো।
কোথায় গিয়েছিলি?
সিলেট, গ্র‍্যান্ড সুলতানে ছিলাম।
জানি জানি,
কিভাবে জানলি? আমি ফেসবুকে কোন ছবি আপলোড দেইনি।
তুই দেসনি তো কি? সিফাত দিয়েছে।
ও তাই! আমি দেখিনি। ফেসবুক আই ডি ডিএক্টিভ করে রেখেছি।
তুই সিফাতকে না করতে পারিস না মিলা! তোদের ছবিগুলো পোস্ট দেওয়ার দরকার কি? সিফাতের বউ বাচ্চাদের চোখে তো পড়ে, নাকি?
তাতে আমার কি? সিফাতের বউ, বাচ্চাদের সে কিভাবে সামলাবে সে দায় তারই।
শোন মিলা, যখন ঝড় উঠবে – একদম কালবৈশাখী ঝড়ই উঠবে। সামাল দিতে পারবি?
আরে রাখতো, যখন যা হবে দেখা যাবে।
তোর সম্পর্কের ভবিষ্যৎ কি?
অত হিসেব কষে কি সম্পর্ক হয়? লাইফ এনজয় করছি।
এবার ইমির কণ্ঠে বিরক্তি,
সিফাতের দুই নৌকাতে পা রেখে চলা ঠিক হচ্ছে না। হয় বউ নিয়ে সংসার করুক, নয়তো বউকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করুক। সমাজ বলতে তো একটা কথা আছে, নাকি?
আমি সমাজের ধার ধারি না, তুই জানিস ইমি। আমার পেটে ভাত না থাকলে সমাজ ভাত দিয়ে যাবে না। সমাজ কেবল জানে সমালোচনা করতে।
অবুঝের মতন কথা বলিস না মিলা। আমরা সমাজের অংশ এটা অস্বীকার করার উপায় নেই।
তো আমাকে কি করতে হবে?
তুই সিফাতের কাছে তোদের সম্পর্কের ভবিষ্যৎ জানতে চাস নি ?
না, আমি সিফাতকে ভালোবাসি, ব্যাস। বিয়ে করার কথা ভাবিনি।
যা ভালো মনে করিস কর। আমার তাতে কি ? তবে তোদের সম্পর্ক নিয়ে মানুষের নোংরা কথা শুনতে ভালো লাগে না।
তুই এত সিরিয়াস হলি কেন ইমি? মানুষের মুখ আছে, বলুগ গে। কিন্তু কে কি বলেছে?
যে ই বলেছে, এই কথার প্রতিবাদ কি করা যাবে? বিয়ে করছিস না অথচ গেট টুগেদার করছিস। মানুষ বলবেই তো। সমাজে বাস করি, কত জনের মুখ বন্ধ রাখার ক্ষমতা রাখি।
আমার মনে হয়, অন্য কেউ নয়। তুই নিজেই এভাবে ভাবিস। যা ফুট, ভাবগে যা। সিফাতের বউয়ের বান্ধবী হয়ে একসাথে মিলে কাঁদগে যা।
রেগে যাচ্ছিস কেন মিলা? তুই কি বিয়ের কথা সিফাতকে বলতে পারিস না?
না, বলতে পারি না। কারণ আমি অন্যের প্রাইভেসিকে সম্মান করি৷
সিফাত কি বউকে ভালোবাসে?
সেটা সিফাত জানে। আমি কি জিজ্ঞেস করে নিজের হীনমন্যতা প্রকাশ করবো? আমাকে ভালোবাসে এটাই জানি।
তোর সাথে সম্পর্ক আছে, এটা সিফাতের উচিৎ বউকে জানানো।
আশ্চর্য ইমি! সিফাত কি করবে না করবে তা কি আমার ঠিক করে দেওয়া মানায়? ভালোবাসা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা বিলিয়ে দিলে ফুরায় না।
বাহ মিলা! খুব উদার হয়ে গেছিস মনে হয়৷
ইমি, তোকে কেন কল করেছিলাম সেটাই ভুলে গেছি৷ বকবক করে মাথা ধরিয়ে দিয়েছিস। আমি এখন শাওয়ার নিবো, তারপর কিছুক্ষণ ঘুমাবো।
আমাকে ভুল বুঝিস না। কয়েকদিন তোর সাথে যোগাযোগ নেই৷ ফেসবুক ডিএকটিভ করেছিস তাও বলিসনি। ফোনেও তোকে পাচ্ছিলাম না৷ তাই সিফাতের বউয়ের ফেসবুক প্রোফাইল দেখছিলাম। মনে হলো সে জীবনের প্রতি বীতশ্রদ্ধ। যে কোন দিন সুইসাইড করে বসতে পারে। এরকম কিছু হলে সবাই তোকেই দুষবে।
উনি কি ফেসবুকে সব শেয়ার করেন।
হুম, তাই মনে হল। ব্যক্তিগত জীবনের প্রায় অনেক কিছুই পোস্ট করেন।
করুক, তাতে আমার কিছু এসে যায় না।
বলছিস?
হ্যাঁ বলছি।
বলতে পারিস না কারণ সিফাত, যার সাথে তোর সম্পর্ক। সে ওই মহিলার স্বামী। তুই অন্য কারো স্বামীর সাথে সম্পর্ক রাখছিস।
কেবল, বিয়ে হলে আর কাবিননামা থাকলেই স্ত্রী হওয়া যায় না। স্ত্রী হতে হলে মনের মিল থাকতে হয়৷ ভালোবাসা থাকতে হয়৷ আমি এখন রাখছি।
মিলা ফোনটা চার্জে দিয়ে বাথরুমে ঢুকে যায়। সিফাত কি সত্যি তাকে ভালোবাসে? নাকি তাকে ইউজ করছে? যদি ভালোই বাসবে তাহলে বউকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করছে না কেন? সিফাতের সাথে সম্পর্ক প্রায় সাত বছর হয়ে চললো। সত্যিই তো, এভাবে আর কত!
কিছুই ভালো লাগছে না মিলার। সে সিফাতকে নিয়ে আর স্বপ্ন দেখবে না। তবে সিফাতকে এভয়েড করে চলাও তার পক্ষে সম্ভব নয়। বিছানায় হাত -পা এলিয়ে দেয় সে । কিছুতেই ঘুম আসছে না। পুরো দুই পাতার বিশটা রিল্যাক্সিন ট্যাবলেট খেয়ে নেয় মিলা। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের ঘুম মিলাকে ছেঁকে ধরে। সে যাত্রা করে অনন্তলোকে যেখানে সিফাত নেই, সিফাতের বউ নেই, ইমি নেই, নেই সমাজ – সংস্কার।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge