জিজ্ঞাসু মনে সজিবতা ধরে রেখেছি
শুধু জানতে চাই কবিতা কি আমার জন্য নয় !
তবু নদী পার হয়ে পাহাড় খুঁজি
পাহাড়ে নাকি একটা জীবন আছে !
আমার জানা ছিল না
একটি স্বপ্ন উড়ে গেছে কিছু বেনামি জীবনের উপর দিয়ে
যারা বাইশ নম্বর বাড়ি খুঁজতে গিয়ে হারিয়ে গেছে
তেইশ নম্বর বাড়ি যাদের আর খোঁজা হয়নি
হাতে কলমে সামলে নেওয়া এই একটি জীবন আমার আছে ,
হয়তো এই নিয়ে বেশ আছি
Leave a Reply