বুধবার, ০৭ Jun ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন

হারিয়ে গেছে ঈদ-সোহানুর রহমান সোহাগ

হারিয়ে গেছে ঈদ-সোহানুর রহমান সোহাগ

ঈদে মানে কি? খোকা আজ সেটা জানে না! গত বছর ও তো কত হইচই করলো এই ঈদে! অথচ এবার সে ভুলে গেছে ঈদে কী! খোকার বাবা ছিল যে খোকাকে ঈদের আগে ঈদের নতুন জামা কিনে দিতো। খোকা কত আনন্দ করতো! খোকা নতুন জামা নিয়ে তার বন্ধুদের দেখাতো,প্রতিবেশীদের দেখাতো! এভাবেই চলতো ঈদ! ঈদের প্রথম আবদার থাকতো খোকার বাবার কাছে সালামী ! বাবা ঈদে একশ টাকা দিতে হবে ! বাবা ও হাসি মুখে দিয়ে দিতো। নতুন টাকার নোট নিয়ে সবাইকে দেখিয়ে বেড়াতো খোকা। খোকা আগে খুব হাসতো! সকালে ঘুম থেকে উঠে সেমাই খেতে শুরু করতো আর কত কি মায়ের রান্না। কিন্তু খোকার বাবা খোকাকে ছেড়ে ওপারে চলে গেছে। খোকার এবার ঈদের নতুন জামা নেই!নেই হাতে সালামীর টাকা! নেই সেমাই খাবার শখ। নেই বাবার মুখের হাসি। খোকা এখন আর হাসে না! এখন সে আর দুরন্ত নেই। এখন খোকা কে কেউ যদি জিঙ্গাসা করে “কি রে ঈদে এমন কেন তুই” খোকা উত্তরে বলে হারিয়ে গেছে ঈদ!

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge