পাতা প্রকাশ প্রতিবেদক >>
রংপুর দর্শনা পাবলিক লাইব্রেরির উদ্যোগে আজ অচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয় । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন এড, এ এন এম খায়রুল ইসলাম বাপ্পি ও এড, জোবায়দুল ইসলাম বুলেট। এছাড়াও বক্তব্য রাখেন লাইব্রেরির সদস্য ফিরোজ মামুন, হাবিবুর রহমান, হাসান মিয়া, সামিউল ইসলাম, মুনায়েম সরকার ও ফেরদৌস আলম। সভাপতিত্ব করেন লাইব্রেরির সভাপতি এস এম খলিল বাবু ।
এতে প্রায় ১২৫ প্যাকেট উপহার হিসেবে অচ্ছল পরিবাররের মধ্যে প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল আতপ চাল,চিনি, সেমাই, ভোজ্যতেল, গোসল ও কাপড় কাঁচা সাবান,সেমাই মসলা ও মাস্ক।
সহযোগিতা ছিলেন তোফাজ্জল হোসেন ও আমেনা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্ট, রংপুর।
Leave a Reply