আমি একজন নারী।
নারী বলেই পুরুষের অবহেলা,
নারী বলেই অপমানের টার্গেট।
পথে ঘাটে,
বনে বাদারে, লঞ্চ – বাসে সর্বত্র,
সর্বত্র শুধু অপমান আর
যৌন হামলা, ধর্ষনের শিকার।
আমার মধ্যে লাখো মানবিক গুন,
থাকলে কি হবে?
আমি শুধু নারী হওয়ার কারণে,
মানুষের সন্মান পাই না,
একজন মানুষ হয়ে উঠতে পারি না।
আমি একজন পুরুষ, ধর্ষক নই,
মিথ্যুক নই, অত্যাচারী নই অথচ
তারপরেও আমার পরিচয় পুরুষ,
নারীর চোখে একজন ধর্ষক,
একজন খুনী,
একজন নারী নির্যাতক,
যৌতুকলোভী, পরশ্রীকাতর,
শুধুই পুরুষ হবার কারণে
আমি মানুষ হয়ে উঠতে পারি না।
আমি একজন হিন্দু।
জন্ম – জন্মান্তরের হিন্দু,
হিন্দুত্বের জন্য বড়াই করিনা,
অন্য কোন ধর্মকে কটাক্ষ করিনা,
কাউকে অপমান করিনা,
এমনকি কোনদিন মন্দিরে যাই না,
তারপরেও আমি শুধুই একজন হিন্দু।
মানুষ হয়ে উঠতে পারি না।
আমি একজন মসুলমান।
জন্ম- জন্মান্তরের মসুলমান,
কোনদিন মসুলমানীত্বের বড়াই করিনা,
অন্য কোন ধর্মকে কটাক্ষ করিনা,
কাউকে অপমান করিনা,
এমনকি কোনদিন মসজিদেও যাই না,
তারপরেও আমি একজন মসুলমান।
মানুষ হয়ে উঠতে পারি না।
এভাবেই সারা দুনিয়া জুড়ে শুধুই হিন্দু,
শুধুই মসুলমান, খ্রৃষ্টান,
শুধুই বৌদ্ধ, নারী অথবা পুরুষ।
মানুষ কিন্তু একজনো নাই।
মানুষের বড়ো অভাব।
পৃথিবীতে মানুষ নাই বলেই,
পৃথিবী বসবাসের যোগ্যতা হারায়।
Leave a Reply