বাড়ীর পাশে তিস্তা নদী
নানান স্মৃতি তার
তার ছিলো এক প্রমত্তা রুপ
বলবো কি আর
নদী ভাঙ্গনে যেদিন গেলো
শাহানাদের বাড়ী
আজও আমার চোখে ভাসে
তার আহাজারী
এখন তারা কোথায় যাবে
কোথায় নিবে ঠাঁই
চোখের জলে ভাসায় বুক
উপায় কোনো নাই
অবশেষে মাটির বাঁধে
কলা পাতার ঘরে
থাকে তারা সবাই মিলে
রোদ বৃষ্টি ঝড়ে
একদিন এক বৈরি বাতাস
কেড়ে নিলো বাড়ী
তার বিলাপে অবাক ধরা
আকাশ হলো ভারী
সব মানুষেই দেখে যায়
আহা, উহা, করে
এত জমিন থাকতে শেষে
শাহানা গেলো মরে।
Leave a Reply