বুধবার, ০৭ Jun ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন

না পাওয়ার হিসেব-ইমরান খান রাজ

না পাওয়ার হিসেব-ইমরান খান রাজ

তোর ঐ একজোরা কালো চোখ,
ক্ষানিকটা সুগন্ধিমাখা এলোমেলো চুল,
আর ঠোটের কোনের মুচকি হাসিতেই
যেনো আমি আটকে রয়েছি।
যেনো আটকে রয়েছি শত বছর !

আর এভাবেই যেনো আটকে থাকি,
যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে,
যতদিন এ দেহে প্রাণ থাকিবে
ঠিক ততোদিন আটকে থাকবো।

পাওয়া না পাওয়ার হিসাব রেখে
দূর থেকে শুধু তোর মাঝেই,
বেঁচে থাকতে চাই, অফুরন্ত।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge