তোর ঐ একজোরা কালো চোখ,
ক্ষানিকটা সুগন্ধিমাখা এলোমেলো চুল,
আর ঠোটের কোনের মুচকি হাসিতেই
যেনো আমি আটকে রয়েছি।
যেনো আটকে রয়েছি শত বছর !
আর এভাবেই যেনো আটকে থাকি,
যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে,
যতদিন এ দেহে প্রাণ থাকিবে
ঠিক ততোদিন আটকে থাকবো।
পাওয়া না পাওয়ার হিসাব রেখে
দূর থেকে শুধু তোর মাঝেই,
বেঁচে থাকতে চাই, অফুরন্ত।
Leave a Reply