(সমরেশ মজুমদার এর প্রতি)
দাদা খুব তোমাকে মনে পরে
জানো কখন
হয়ত ভুলে আছ বয়স ভারে,
আমি কিন্তু তেমনি আছি ঠিকঠাক
যেমনি চুরুট ফুকতাম মুক্ত ধারার
সিঁড়ির নীচে
তুমি আমি দুজন মিলে।
শঙ্খ দা তো চলে গেল
শোক বাড়িয়ে
ঋন ছড়িয়ে
ওপার হল পাড়ি।
দাদা তুমি এখন কেমন আছ
শরীরটা কি চলছে ঠিকই
ঔষধ পথ্য লাগছে কিগো
না এমনি শরীর সমাজ চলছে যথারীতি।
খুব জানতে ইচ্ছে করে
দেখতে যে মন চায় না
তাও যে নারে
কে জানে কখন কবে
আদৌ হবে
কিংবা হবে না
হোক বা না হোক
ভাল থেকো
কবিতা খানা হাতে পৌঁছে যদি
তোমার খবর জানতে দিও
কেমন আছে ধারাপাতের জীবন যাপন।
Leave a Reply