১. সাজিয়ে তুলি ধরা
ধনী যারা আছে অনেক
করবে কেনাকাটা,
পথে যারা! ভাবুন দেখি
তাদের গলার কাঁটা?
একে তো এই করোনা
কাজ-কারবার নাই,
ক্যামনে বাঁচে মানুষগুলো
পেট করে খাই খাই!
ক্যামনে কিনে নতুন জামা
ঈদটা বলে তো কথা,
কোরমা, পোলাও থাক না দূরে
যাক সে যথাতথা!
কষ্ট লাগে, পথের মানুষ
ক্যামনে বাঁচে তারা,
নেইতো তাদের কোন কিছুই
সহায়-সম্বল হারা!
এই সমাজে আছে যাদের
যায় তো অনেক করা,
সুবাস মাখা হাতটি দিয়ে
সাজিয়ে তুলি ধরা!
২. ঈদটা মোদের মহাখুশির
এই করোনায় রোজা এলো
যাচ্ছে কঠিন দিন,
চলছে সময় তার নিয়মে
থাকবে অমলিন!
ভাবতে গেলে শিউরে উঠি
লাগে ভিষণ ভয়,
এন্ট্রিবডি চাই করোনায়
করতে হবে জয়!
বাজার চড়া সকল কিছুর
তারপরেও বাঁচা,
নিম্ন আয়ের মানুষগুলো
কষ্টে আছে সাচা!
এ দূর্যোগে এলো আবার
ঈদটা আনন্দের,
কেড়ে নিবি সকল কিছু
আমোদ, ফুর্তি ফের?
করোনা তুই যা ফিরে যা
যেথায় তোরই ঘাঁটি,
ঈদটা মোদের মহাখুশির
করিস্ নে আর মাটি!
Leave a Reply