উৎসর্গ-কবি লেখক ছড়াকার এ কে এম শহীদুর রহমান বিশুদাকে
মানুষটি পৃথিবীতে নিঃসঙ্গ ছিল না,
তবুও নিঃসঙ্গ,বড়ো একা।
অবিরাম ছুটে চলা সৃষ্টির নেশায়
দিন রাত্রির কাব্যময়তায় ছিল তাঁর সত্তার এক অপার্থিব উজ্জ্বলতা।
ভালোবাসার দু’টি পেলব হাতে স্নেহসিক্ত উন্মাদনার পরশ পাথর।
শরৎ বিকেলের মমতা জড়ানো ছিল সমস্ত চৈতন্য বাগান।
নিরুদ্দেশের যাত্রী স্মৃতির আয়নায় প্রতিবিম্ব হয়ে জাগিয়ে তোলে বিষাদের ছায়া।
হৃত সাম্রাজ্যে বাজে শুন্যতার সান্ধ্য বিউগল।
চির সুন্দর নির্মল প্রেমের পুষ্পিত নহর সম তরঙ্গায়িত হয় বুকের গভীরে,
হে নিষ্কলুষ শ্রদ্ধার মানুষ, অভিবাদন গ্রহন করো।
Leave a Reply