শাওয়ালেরই চাঁদ উঠেছে
আসলো খুশির ঈদ
ছোট-বড় সবাই মিলে
গাই যে মধুর গীত।
নীল আকাশে রঙের মেলা
চিকন চাঁদের হাসি
দুঃখ ভোলা গানের সুরে
সুখ যে রাশি রাশি।
ছোট-বড় গরীব-ধনি
নাই ভেদাভেদ নাই
সবাই বলি সাম্য- কথা
মিলনের গান গাই।
অনাথ যারা দুঃখ কাতর
নেইকো আপনজন
ঘুচিয়ে তাদের দুঃখ-ব্যথা
করব যে আপন।
রমজানেরই পূণ্য মাসে
সাম্য ছিল মনে মনে
সারা বছর চললে তেমন
মিলবে স্বর্গ জনে জনে।
শুভ কাজের জয়ের মালা
গাঁথব সবাই মিলে
ঝলোমলো ঈদের খুশি
আলো জ্বালায় দিলে।
Leave a Reply