১. ঈদ শেখা
গরিবের
ঢের
জ্বালা,
সংসার ফালা ফালা।
নেই ভাত
হাত
পাতে,
ঈদ হলো যোগ সাথে।
আসে ঈদে
সিদে
তারা,
চোখে বহে জলধারা।
সেই ধারা
যারা
দেখো,
মুছে দিয়ে ঈদ শেখো।
২. ঈদে
চাঁদের উঁকি
দেখছে খুকি
রোজার শেষে ঈদ,
তাড়িয়ে দিলো নিদ!
ছোট্ট মামা
নতুন জামা
পাঠিয়ে দিলে ঈদে,
মিটছে খুকির খিদে!
খুকির মুখে
অনেক সুখে
ফুটলো হাসি বেশ,
নেই যে খুশির শেষ!
সবার সাথে
মোলাকাতে
আনন্দে মন নাচুক,
শান্তি ফিরে আসুক।
৩. ঈদের খুশি
চাঁদ হেসেছে
ঈদ এসেছে
আসুক,
আনন্দে মন ভাসুক।
সবাই সবার
আপন হবার
ঈদে,
কেউ থাকে না নিদে।
বাড়াও দুহাত
করো যাকাত
প্রদান,
পূণ্য বাড়ায় ও দান।
ঈদের খুশি
মনে পুষি
আর,
চাই ক্ষমা আল্লাহর।
৪. ঈদ মানে
ঈদ মানে ভালোবাসা
ঈদ মানে খুশি তো
ঈদ মানে ধুয়ে ফেলি
মনেতে যা দুষিত।
ঈদ মানে কাছে টানি
অসহায় লোককে
ঈদ মানে মুছে ফেলি
ব্যথিতের শোককে।
ঈদ মানে কোলাকুলি
সকলে সমান তো
ঈদ মানে গেয়ে যাবো
সাম্যের গান তো।
ঈদ মানে সকলে তো
রই এক কাতারে
ঈদ মানে থাকি সবে
পূণ্যের সাঁতারে।
Leave a Reply