ঐ আকাশে হাসছে ঈদের চাঁদ,
শহর গাঁয়ে বইছে খুশির ঢেউ!
হাসি গানেই মুখর যে দিন রাত,
সুখের নেশায় মাতাল বা কেউ কেউ!
নাসিম সাহেব এই গেরামেই বাড়ি,
তিনটি ছেলে আমেরিকায় থাকে।
মাসিক ডলার পাঠায় কাড়ি কাড়ি,
দামি দামি পোশাক বাবা-মাকে।
তিনটি ছেলে আসলো ঈদে ফিরে,
ফিরনি পোলাও মাংসে হুলস্থূল!
ঈদের খুশি দেখবে তাদের কে রে!
আনন্দেতেও নেইকো কোথাও ভুল।
কাছিম মিয়া পাশের বাড়ির চাষা,
ঘরের চালে সূর্য উঁকি মারে!
দু’ মুঠ্ খেয়ে বাঁচতে তবুও আশা,
নাসিম সাহেব গতর খাটায় তারে।
ঈদের দিনে কাছিম মিয়ার ঘরে,
আনন্দ নেই, নেই যে পেটে ভাত!
বাচ্চা দু’টিও কাঁদছে অনাহারে!
এমনি করেই কাটায় দিবস রাত।
ঐ আকাশে হাসছে খুশির চিন্
কারুর ঘরে আনন্দ হৈ চৈ !
কারুর আবার দুঃখে গাঁথা দিন!
হাহাকারে জীবনটা থৈ থৈ!
Leave a Reply