আর আমার হৃদয়টা মুখ থুবড়ে-
পড়ে আছে কলেজের সিড়িতে।
যেন ফিরে তাকাবার কোন শক্তি নেই,
নেই অন্য কোন পিছুটান।
কী অবলীলায় সাহসিক চোখে
তাকিয়ে ছিলে আমার দিকে,
আর আমি! আধো কাঁপুনিতে
নিচু চোখে শুধু সালামটিই নিয়েছিলাম।
কী জানি! যদি ফের হারিয়ে যাই
নিছক তামাশাভরা নিষ্ঠুর জীবনে?
জানি, এবার ফেরাতে পারবে না কেউ
অসমাপ্ত জীবনের পাণ্ডুলিপিতে।
তবুও হৃদয় গেঁথে গেছে তোমার নয়নে
আর পারছি না সবিতা, নতুন শব্দ চয়নে।
Leave a Reply