মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:২৭ পূর্বাহ্ন

ছোটকাগজ বৈশাখী’র মোড়ক উন্মোচন

ছোটকাগজ বৈশাখী’র মোড়ক উন্মোচন

ছোটকাগজ বৈশাখী’র মোড়ক উন্মোচন
পাতাপ্রকাশ প্রতিবেদক >>

সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস) এর ছোটকাগজ বৈশাখী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুসাস এর উপদেষ্টা নিভৃতচারী লেখক মো: অাব্দুস সামাদ মিঞা’র উদ্বোধনের মধ্য দিয়ে মরণঘাতি করোনার থাবায় যারা প্রাণ হারিয়েছেন, যারা করোনা অাক্রান্তদের চিকিৎসা কিংবা সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এবং করোনা যোদ্ধা যারা তাদের জন্য নিজ নিজ ধর্ম অনুসারে এক মিনিট নিরবতা মধ্যে প্রার্থনা দিয়ে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো অাল- মারুফ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ অাব্দুল্লাহিল জামান, সুসাস উপদেষ্টা বরিশাল বিশ্বিবদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকার, সুসাস উপদেষ্টা লেখক ড. শফিউল ইসলাম ভূঁইয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব মাহফুজ ফারুক, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক ও পাতা প্রকাশ চেয়ারম্যান জাকির অাহমদ, সাংবাদিক ও উপদেষ্টা সুসাস মো: অাব্দুল মান্নান অাকন্দ, সাংবাদিক ও সুসাস উপদেষ্টা মো: হাবিবুর রহমান হবি, নদী বাঁচাও মানুষ বাঁচাও সংগঠক সাদেকুল ইসলাম দুলাল, সিপিবি উপজেলা সভাপতি নূরে অালম মানিক, সাংবাদিক ও উপদেষ্টা সুসাস জাহিদ কামাল, সুসাস সুহৃদ প্রভাষক তপন কুমার পাটোয়ারী, সুসাস সুহৃদ মমতাবুল ইসলাম, সুসাস সহসভাপতি শিক্ষক নাজমুস সাকিব, সুসাস অর্থ সম্পাদক ও শিক্ষক কমলা কান্ত বর্মণ, স্বদেশ পরিচালক মো: রেজাউল অালম, সাংস্কৃতিক সংগঠক জয়ন্ত সরকার, শিল্পী বিশ্বনাথ দাস, গোলাম মোস্তফা শিরিন, রাজীব জামান, উত্তরণ পাঠাগার সভাপতি অারিফুর রহমান, সংগঠক অাকাশ, ক্যাম্পাস অাহ্বায়ক জয়, অরবিন্দ মোদক, কবি শহিদুর রহমান প্রমুখ।

সুপ্রকাশ সাহিত্য সংসদ এর ব্যবস্থাপনায় প্রয়াত সুসাস উপদেষ্টা সুধাংশু নাথ মন্ডল এঁর নামে প্রবর্তিত সম্মাননা স্মারক পেলেন কবি সরোজ দেব ও মতিউর রহমার বসনীয়া। এবং সাহিত্য অনুরাগে সুসাস সম্মাননা পেলেন মো: নূরুল ইসলাম সরদার ও নূরুন্নাহার বেগম দম্পতি।
ছড়া কবিতা পাঠ করেন, হাসান রোকন, চন্দন সাহা বাপ্পী, দঅাল অামিন মোহ, ফটিক বর্মন, জয়, ফাইয়াজ ইসলাম ফাহিম, একরামুল হক লাল মিয়া। সভাপতিত্ব করেন সুসাস সভাপতি বিশ্বজিৎ বর্মণ। সঞ্চালনায় সুসাস সম্পাদক কঙ্কন সরকার।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge