বুধবার, ০৭ Jun ২০২৩, ০৯:০২ অপরাহ্ন

মিনার বসুনীয়ার ৫টি কবিতা

মিনার বসুনীয়ার ৫টি কবিতা

মিনার বসুনীয়ার ৫টি কবিতা

১. বিদায়
ক’জনই বা পায় এমন পাওয়া!
খুব সুন্দর করে চলে গেলে সেদিন-
দারুণ ছিল তোমার চলে যাওয়া!

২. বোশেখের বিরহী বিকেল
এমন তপ্ত বোশেখেও-
এক টুকরো শরতের মেঘ হয়ে বসেছিলো মেয়ে।
গলায় দুলছিলো স্টেথোস্কোপের লকেট
বড্ড রোগী হবার সাধ হলো হঠাৎ, খুব সাধ হলো
তরুণী একবার কান পাতুক বুকের উপরে, শুনুক সমুদ্রের অাওয়াজ।
পাঁজরের ভাঁজে ভাঁজে লুকোনো উত্তাল ঢেউ মেখে ঘেমে নোনা হোক অারও, অথবা
শংখে ফু দিয়ে সহসাই সন্ধ্যা নামিয়ে
গেয়ে উঠুক মিলনের গান, অথবা
রক্তের চাপ দেখে অাঁতকে উঠুক গোপনে
প্রশ্ন করুক, এতো অনিয়ম কেন জীবনে?
এ সব কিছুই হয়নি, বরং ও তখন ক্যান্টিনের কোণায়
অানমনে ভাঙছিলো সিঙারার দেয়াল, অথচ
ওকে ভেবে ভেবে একটা সমুদ্র বানিয়েছিলাম গতকাল

৩. জীবন
দিবানিশি দেহ যাকে বয়ে নিয়ে বেড়ায়।

৪. মাধ্যাকর্ষণহীন জীবন
একটা রঙিন বেলুন। দুষ্টু বালক ফু দিয়ে
ফোলাচ্ছে, বাতাস ছাড়ছে, অাবার ফোলাচ্ছে-
একবার হঠাৎ হাত ফসকে বেলুনটা উড়ে গেল!
মনে করো, পৃথিবী একটা মুখ খোলা বেলুন-
শব্দ করে বাতাস বেড়িয়ে যাচ্ছে, বেলুনটা
সামনের দিকে ছুটে যাচ্ছে এলোমেলো দ্রুত
বাতাসও পেছনে পেছনে তৃতীয় সূত্রমতো।
ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে পৃথিবী, দূর হয়ে যাচ্ছে নিকট, মরুভুমি মিশে যাচ্ছে মহাসাগরে, নদী
বন মিশে যাচ্ছে পাহাড়ে, মানচিত্র হারিয়ে যাচ্ছে মানচিত্রের ভেতরে
পৃথিবীর হৃৎপিন্ড এখন বাতাসশূন্য-
চোপসানো পৃথিবীটা এলোমেলো উড়তে উড়তে
পড়ে গেল, পড়বেই বা কোথায়!
মূলত, পৃথিবীর পড়ে যাবার কোনো জায়গা নাই!
দুষ্টু বালক অবাক তাকিয়ে অাছে, পৃথিবী তখন ভাসছে এন্ড্রোমিডা পেরিয়ে লানিয়াকেয়ার বাগানে
অামরা? অামরা ভেসে চলছি মহাশূন্যের ভেতরে
প্রথমে কাছাকাছি, পরে সবাই সরে গেছি দূরে
অারও দূরে-
তখনও ধরে রেখো হাত, যেও নাকো সরে-
দু’জনে ফের বাঁধবো বসতি, নতুন কোনো গ্রহের উপরে

৫. সত্যি যদি এবার বেঁচে যাই
এমনই তো বলেছিলে-
এ যাত্রায় বেঁচে যদি যাই
গানে গল্পে-
কবিতায় শ্লোগানে-
তুলির অাঁচড়ে-
গোপন শপথে-
প্রকাশ্য প্যারেডে-
এমনই তো বলেছিলে!
যদি বেঁচে যাই-
সত্যি যদি এবার বেঁচে যাই
যদি জীবানু ঘুমিয়ে যায়-
যদি মহামারি শেষ হয়-
যদি জিতে যাই-
যদি রেহাই পাই-
পুজো অর্চনায়, প্রার্থনায় অার গোপন কান্নায়
এমনই তো বলেছিলে!
এবার যদি সত্যি বেঁচে যাই
জায়নামাজের সিঁঁথিতে, তসবীর দানায়-
প্রথম গঙ্গাজলে, কাঁসরঘণ্টায়, ধূপের ধোঁয়ায়-
মহাগ্রন্থিয় উচ্চারণে
এমনই তো বলেছিলে!
যদি মহামারি শেষ হয়-
যদি জীবানু ঘুমিয়ে যায়-
যদি বাঁচি-
সত্যি যদি এবার বেঁচে যাই, অার
অামিও বিশ্বাস করেছিলাম

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge